সৌদিতে সূর্যগ্রহণের নামাজ আদায়ে সরকারি নির্দেশনা

0
292

২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার এমন এক সূর্যগ্রহণ ঘটবে- যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এই সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। বৃহস্পতিবার সৌদি আরবে সূর্যগ্রহণ উপলক্ষ্যে সারা দেশের প্রতিটি এলাকায় সরকারের পক্ষ থেকে সালাতুল কুসুফ তথা সূর্যগ্রহণের দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের আদেশ জারি করা হয়েছে।

হারামাইন শরিফাইনেও যথারীতি এ নামাজ হবে সম্ভাব্য সকাল (স্থানীয়) সময় সকাল৭ টায়। মসজিদে হারামে এ নামাজে ইমামতি করবেন নবনিযুক্ত ইমাম শায়খ ইয়াসির বিন রাশেদ দোসারি ও মসজিদে নববীতে শায়খ আলী আল-হুজায়ফি হাফিযাহুমাল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here