দেশে আরও ২৫ প্রাণহানি, নতুন শনাক্ত ৩৫৬৭

0
98

করোনাভাইরাসে শনাক্তকৃত রোগী ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দিন দিন হয়ে উঠছে আরও ভয়াবহ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন হাজার ৫৬৭ বেশি।

বুধবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৫৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৫ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৭৬৩ জন।

এছাড়া একদিনে ১ হাজার ৯১৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here