লকডাউনেও বিশেষ প্রয়োজনে খোলা থাকবে ব্যাংক

0
91

লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংক খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ এপ্রিল) এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, বিশেষে প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে।

এর আগে গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ৭ এপ্রিল থেকে এক সপ্তাহ ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের মধ্যে ব্যাংক বন্ধ থাকার কথা ছিল।

এদিকে নতুন ঘোষণা অনুযায়ী লকডাউনের মধ্যে ব্যাংক খোলা রাখার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

আজ ১৩ এপ্রিল মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘অনবৃত্তিক্রমে ১৪ এপ্রিল ২০২১ হতে ২১ এপ্রিল ২০২১ পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here