আবেদনময়ী মালাইকা

0
14

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে প্রায় গোটা বলিউডের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল, প্রত্যেক অনুষ্ঠানে অর্জুন কাপুরকে দেখা গেছে। কিন্তু মালাইকা এই সবের মধ্যে নেই, তিনি ঘুরে বেড়াচ্ছেন স্পেনে।

ইউরো জিতেছে স্পেন। আর এতে উচ্ছ্বসিত মালাইকা। তাই হয়ত সেদেশেই পছন্দের ডেজার্ট দিয়ে মুখমিষ্টি করার ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। এ সময় তার পরনে ছিল নিয়ন সবুজ বিকিনি। বয়সের ভার তার সৌন্দর্য কেড়ে নিতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়েছেন আরও মোহময়ী।

ক্যারিয়ারের শুরুর দিকেই সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। প্রায় দুই দশকের সেই বিয়ে ভাঙে ২০১৬ সালে। ২০১৭ সালে দুজনের ডিভোর্স হয়। দুজনের এক ছেলেও রয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালেই নিজের চেয়ে ১১ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। বেশ কিছু সময় লুকোছাপার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করেন দুজন। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, মালাইকা ও অর্জুনের সম্পর্কে চিড় ধরেছে। তারা নাকি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here