রিজওয়ান-সৌদ শাকিলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান

0
7

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ৮৯ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। বিরতি থেকে এসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে ডাউন দ্য উইকেট এসে সাকিব আল হাসানকে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার।

রিজওয়ানের শতকের কিছুক্ষণ পর সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন সৌদ শাকিলও। দ্বিতীয় সেশনের ৯ম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ২ রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৯৫ বল খেলে শতক হাঁকান এই বাঁহাতি। পাকিস্তানের সহঅধিনায়ক হিসেবে শুরুটা দুর্দান্তই করলেন সৌদ শাকিল।

দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ৮৩ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩১০ রান। রিজওয়ান ১১৭ আর সৌদ শাকিল ১১৩ রানে অপরাজিত আছেন। সৌদি শাকিল ও রিজওর্য়ানের আজ বৃহস্পতিবার ব্যাটে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান।

এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)। ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।

ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।

ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here