তিন বিশ্বরেকর্ড গড়লো ভারত

0
5

টেস্ট ম্যাচে ফলাফল বের করে আনার তাগিদে একেবারেই ভিন্ন এক পথ ধরলো ভারত। বৃষ্টিতে প্রায় আড়াইদিন নষ্ট হলেও কানপুরে ফলাফল বের করতে মরিয়া তারা। আর সে কারণেই কি না রোহিত শর্মা ও যশস্বী জয়সাওয়াল মিলে শুরু করলেন টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিং। আর তাতে চা বিরতির আগে ১৬ ওভারে ভারত তুলেছে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান।

বাংলাদেশকে ২৩৩ রানে আউট করে ব্যাট করতে নামে ভারত। আর এদিন কানপুরের গ্রিন পার্কে যা করলেন ভারতের ব্যাটাররা, তা হয়ত টি-টোয়েন্টি ফরম্যাটেও বিরল এক দৃশ্য। দুই ওভারে ২৯, তিন ওভার শেষে ৫১। ভারতের ওপেনাররা ব্যাট করতে নেমে মাত্র ৩ ওভারেই জন্ম দিলেন বিশ্বরেকর্ডের। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে দলীয় অর্ধশত পূরণ করেছে রোহিত-জয়সাওয়াল জুটি।

টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় ফিফটির পাশাপাশি ইংল্যান্ডের বাইরে প্রথম দেশ হিসেবে ৫ ওভারের আগে টেস্টে দলীয় ৫০ রান পূরণ করেছে তারা। দ্রুততম ফিফটির এর আগের রেকর্ডও ছিল ইংল্যান্ডেরই। ৪.২ ওভারে চলতি বছর নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ রান পূরণ করেছিল ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসটাই কানপুরে নতুন করে লিখেছে ভারত। অবশ্য এরপরেই ব্রেকথ্রু পেয়েছে বাংলাদেশ। চতুর্থ ওভার করতে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তার ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড হলেন রোহিত।

কিন্তু এর আগেই গড়েন আরও এক বিশ্বরেকর্ড। লজ্জার খাতায় নাম লেখালেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। টেস্ট ক্রিকেটে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ইনিংসের প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন ভারতের ব্যাটার রোহিত শর্মা। এর আগে ১৯৪৮ সালে জিম লেকারের দুই বলে ছক্কা হাঁকিয়েছিলেন ফোফি উইলিয়ামস। এরপর ২০১৩ সালে ন্যাথান লায়নের বলে শচীন টেন্ডুলকার, ২০১৩ সালে জর্জ লিন্ডের বলে ভারতের উমেশ যাদব এবং ২০২৪ সালে এসে খালেদ আহমেদের বলে ইনিংসের সূচনাতেই দুই বলে দুই ছক্কা হাঁকালেন রোহিত শর্মা।

আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে মাত্র ১০.১ বলেই দলীয় শতরান পূরণ করে ভারত। এখানেও আছে রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দলীয়ভাবে সবচেয়ে দ্রুতগতির শতরানের কীর্তি এটি। এর আগের রেকর্ডও অবশ্য ভারতেরই। সেবারও ওপেনার ছিলেন রোহিত এবং জয়সাওয়াল। ২০২৩ সালে পোর্ট অভ স্পেনে ১২.২ ওভারে দলীয় শতরান পূরণ করেছিল ভারত।

এমনকি টেস্টে দ্রুততম দলীয় শতরানের তৃতীয় স্থানেও আছে বাংলাদেশের নাম। ২০০১ সালে কলম্বো টেস্টে মারভান আতাপাত্তু এবং সনাৎ জয়সুরিয়া মাত্র ১৩.২ বলে দলীয় ১০০ রান পূর্ণ করেন।

রোহিত ফিরে গেলেও শুভমান গিলকে নিয়ে রানের চাকা সচল রেখেছিলেন জয়সাওয়াল। ৩১ বলে তুলে নেন ফিফটি। এটি ভারতের হয়ে চতুর্থ দ্রুততম ফিফটি। দেশটির ইতিহাসে মাত্র ২৮ বলে ফিফটি করার নজির আছে ঋষাভ পান্তের। এরপরেই ৩০ বলে ফিফটি করার কীর্তি আছে কপিল দেব এবং শার্দুল ঠাকুরের। আর চতুর্থ স্থানটা কানপুরে আজ নিজের করে নিয়েছেন জয়সাওয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here