ইতিহাস গড়ে ৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

0
4

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো নাস্তানাবুদ করেছিল শ্রীলঙ্কার বোলিং লাইনআপ। টেম্বা বাভুমার ৭০ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি এশিয়ান দেশটির পেসারদের বিপক্ষে। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ১৭১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপরেই প্রোটিয়া বোলাররা যেন প্রতিশোধ নিলেন। শ্রীলঙ্কাকে ডোবালেন নতুন লজ্জায়।

শ্রীলঙ্কা নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪২ রানে অলআউট হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যা দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হওয়ার নজির ছিল লঙ্কানদের। ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল তারা। ডারবানে আজ সেটিকেও ছাপিয়ে গিয়েছে দলটি।

এছাড়া বলের বিচারে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন (৮৩ বল) খেলেছে শ্রীলঙ্কা। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে তৃতীয় সর্বনিম্ন রানের নজিরও গড়েছে দলটি।

মূলত পেসার মার্কো জানসেন বিধ্বংসী এক স্পেলেই নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জায় ডুবল শ্রীলঙ্কা। প্রোটিয়া এই পেসার ৬.৫ ওভার বল করে খরচা করেছেন ১৩ রান। নিয়েছেন ৭ উইকেট। বাকি তিন উইকেটের দুটি গিয়েছে জেরাল্ড কোয়েৎজের কাছে। এক উইকেট কাগিজো রাবাদার। চলতি শতাব্দীতে যেটা দক্ষিণ আফ্রিকার মাটিতে সেরা বোলিং ফিগার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here