মরুভূমিতে নয়নাভিরাম সবুজের সমারোহ

0
3

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে চাপ বাড়ছে। গরম ও শুষ্ক অঞ্চলে এর প্রভাব বেশি পড়ছে। এসব অঞ্চলে ফসল শীতল রাখা ও পানি সাশ্রয় করা বড় প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে সৌদি আরবের স্টার্টআপ আইরিস প্রতিষ্ঠান এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে, যেখানে গ্রিনহাউসের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সক্ষম। তাও কোনো আলো না হারিয়ে।

প্রতিষ্ঠানটির সেকেন্ডস্কাই প্রযুক্তি প্লাস্টিক পলিমার শিটে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে সূর্যের ক্ষতিকর রশ্মি ব্লক করে। ফলে তাপমাত্রা কমে ও ফসলের জন্য প্রয়োজনীয় পানি ৩০ শতাংশ পর্যন্ত কমানো যায়।

কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডেরিয়া বারান এটি তৈরি করেছেন। তাঁর এ উদ্ভাবন দ্রুত বাণিজ্যিকীকরণ হয়েছে। এই উদ্ভাবনী প্রযুক্তিটি শুধু সৌদি আরব ও মিসরেই নয়; যুক্তরাষ্ট্র, ইউরোপ, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, মরক্কোসহ আরও বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলে যেখানে কৃষি ও পানি সংকট একটি বড় সমস্যা, সেকেন্ডস্কাই প্রযুক্তি স্থানীয় কৃষকদের জন্য একটি টেকসই সমাধান হিসেবে কাজ করছে। বিশেষ করে, গ্রিনহাউসগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মাধ্যমে কৃষকরা আরও কম পানি ও শক্তিতে ভালো ফলন পাচ্ছেন।

আইরিসের নির্বাহী চেয়ারম্যান জন কেপলার জানান, এটা শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়নি, বরং বর্তমানের জন্যও প্রস্তুত হয়েছে। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব আমরা সাধারণ কৃষিতে ‘ড্রপ-ইন’ সমাধান সরবরাহ করতে পারব। সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here