তারকা খ্যাতির পরিবর্তে বলিউডে অভিনেতা হিসেবে বেড়ে উঠছিলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি। শাহরুখ সালমানদের ভিড়ে একটু একটু করে করছিলেন নাম। বাড়ছিল অনুরাগীর সংখ্যা, বোদ্ধারাও হচ্ছিলেন আশাবাদী। এবার সবাইকে হতভম্ব করে বিক্রান্ত ম্যাসি দিলেন অভিনয় থেকে অবসরের ঘোষণা।
বিক্রান্তের এরকম ঘোষণায় অবাক নেটিজেনরা। খুঁজছেন কারণ। এবার ভারতীয় সংবাদমাধ্যমকে কারণ জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র পরিচালক।
তিনি বলেন, “বিক্রান্ত নিজের মূল্য কমাতে চান না। তার কাছে ওয়েব প্রজেক্ট ও সিনেমার গুচ্ছ গুচ্ছ অফার ছিল। এতেই অভিনেতা ভয় পাচ্ছিলেন, যে তিনি বড্ড বেশি এক্সপোজ হয়ে যাচ্ছেন এবং দর্শক তাকে দেখতে দেখতে হয়তো শিগগিরিই ক্লান্ত হয়ে পড়বেন। এত সিনেমায় অভিনয় করা এবং দর্শকদের এই ক্লান্ত হয়ে যাওয়া নিয়ে মাঝেমধ্যেই কথা বলতেন অভিনেতা। তাই এই বিরতি নেওয়া এবং নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সাহসের। কেনই করবেন না?”
প্রাক্তন প্রেমিককে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার নার্গিস ফাখরির বোন
এর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে অবসরের ঘোষণা দিয়ে বিক্রান্ত লিখেছিলেন, ‘হ্যালো, বিগত কিছু বছর দুর্দান্ত কেটেছে। আপনাদের এত সাপোর্টের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাই। কিন্তু আমি জীবনে এগোতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এসেছে এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে।’
এরপর লিখেছিলেন, ‘তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। আবার যতদিন না সঠিক সময় মনে হচ্ছে। শেষ দুটি ছবি আর অনেক বছরের স্মৃতি। সবাইকে ধন্যবাদ সব কিছুর জন্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।’