ফরিদপুরে ৩২ কেজি ওজনের দুই বিশাল মাগুর শিকার।

0
921

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম নাসিম সিদ্দিকীর আহ্বানে পুকুরে মাগুর মাছ শিকার করতে আসেন স্থানীয় শৌখিন মাছ শিকারি লিটন বিশ্বাস। শেষ পর্যন্ত দুটি বিদেশি মাগুর মাছ শিকার করেছেন তিনি। একটি মাগুরের ওজন ১৭ কেজি ও অপরটির ১৫ কেজি। ৩২ কেজি ওজনের মাগুর দুটি দেখতে ভিড় করে স্থানীয় মানুষ।

ফরিদপুরের কোতোয়ালি থানার সীমানার অভ্যন্তরে ডোবাটি দীর্ঘদিন থেকে সংস্কার হচ্ছে না। ডোবার নোংরা পানিতে ছাড়া হয়েছে বিদেশি মাগুর। এরই মধ্যে মাগুরগুলো গায়ে-গতরে বেশ বড় হয়েছে। শেষ পর্যন্ত শিকার করা মাছ দুটি শিকারি লিটন বিশ্বাসকে দিয়ে দেন ওসি নাসিম সিদ্দিকী। মাগুর দুটি অবশ্য বিক্রি করা হয়নি। বন্ধু ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার জন্য লিটন মাছ দুটি নিয়ে বাড়ি ফেরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here