সংবিধান সম্মতে বেগম খালেদা জিয়ার বিচার কারাগারে নয়: ড.কামাল

0
299

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খালি পোশাকে ছাত্রদের ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, কোনো সভ্য দেশে এটি হতে পারে না।

কারাগারে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচার সংবিধানসম্মত নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও বাংলাদেশের সংবিধানপ্রণেতা ড. কামাল হোসেন।

তিনি বলেন, জাতীয় ঐক্য কিংবা অন্য কোনো দলের সঙ্গে ঐক্যই হোক না কেন, তাতে জামায়াতে ইসলামী থাকলে আমরা থাকব না।

যে কোনো ঐক্যই হোক না কেন, তাতে জামায়াতে ইসলামী থাকলে থাকবেন না বলেও জানিয়েছেন ড. কামাল।
তিনি আরও বলেন, আমি সারাজীবন জামায়াতকে সমর্থন করিনি, এখন করব কেন? বিএনপির সঙ্গে জামায়াত থাকলে আমরা তাতে নেই। এ ছাড়া আমি যতদূর জানি জামায়াত কোনো রাজনৈতিক দল না। তাদের নিবন্ধন বাতিল হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে ২২ সেপ্টেম্বর সমাবেশ করতে চেয়েছিল তার দল, কিন্তু সরকার তাতে অনুমোদন দেয়নি জানিয়ে তিনি বলেন, এটি কোনো জমিদারিপ্রথা না। সরকার জমিদারিপ্রথা চালু করেছে। কেবল তাদের দলই সমাবেশ করতে পারে।

বিএনপি জামায়াতকে ছাড়া জোট করবে না, আপনারা জামায়াতের সঙ্গে সেই জোটে থাকবেন কিনা? -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কেউ গেলে যেতে পারে, আমার দল যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here