ঢাকা: সারাদেশে বজ্রপাতে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার (১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে- সুনামগঞ্জে চারজন, গাইবান্ধায় দুই, সিলেটে দুই, বগুড়ায় দুই ও শেরপুরে একজন।
গাইবান্ধা: সাঘাটা উপজেলার কামারপাড়া গ্রামে বাড়ির পাশে বিলে ধান কাটতে যান আবদুস সালামের স্ত্রী বিলকিস বেগম (৩৫) ও ছেলে সোহেল রানা (১৮)। সকাল ৮টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।
সিলেট: কানাইঘাটে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বেলা ২টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের বড়াই গ্রামের পাশের হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তারা হলো- কানাইঘাটের বড়াই গ্রামের করিম আলী ওরফে বতাইয়ের ছেলে তোফায়েল আহমদ তামিম ও ফখরুল ইসলামের ছেলে সালমান আহমদ।
সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুপুর ১২টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুর রশিদ (৪৫), জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের খোজারগাঁও গ্রামের কমলাকান্ত তালুকদার (৬০), বিমখালি ইউনিয়নের কলকতা গ্রামের হিরণ মিয়া (৩৫), বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মেরুয়াখলা গ্রামের সাইদুর রহমানের ছেলে আলম মিয়া (৫০)।
শেরপুর: শেরপুর সদর উপজেলার বউলি বিলে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
বগুড়া: মেঘাখাদবো গ্রামের তবিবর শেখের ছেলে তমিজুর রহমান (৪৭) ও অজ্ঞাত আরও এক যুবকের মৃত্যু হয়েছে।