নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গার বুড়িরভাগ এলাকা থেকে চোরাই ভ্যানসহ লিটন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে লিটনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে উপজেলার সোনাপাতিল এলাকার সাত্তার নামে একজনের ব্যাটারি চালিত অটো ভ্যান হারিয়ে যায়।
বুধবার সকালে ওই চোরাই ভ্যানসহ বুড়িরভাগ এলাকায় একজনের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সোনাপাতিল গ্রামের ঘরজামাই লিটনের মরদেহ উদ্ধার করে। লিটন একই উপজেলার খাজুরা গ্রামের লাহিড়ীপাড়ার কছিম উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন জানান, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতের কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।