বগুড়া: জেলার আদমদিঘী উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী বিপ্লবকে (৩৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযুক্ত স্ত্রী সাইমা খাতুনকে (৩৮) আটক করেছে পুলিশ।
বুধবার (২ মে) বেলা ১১টায় উপজেলার শালগ্রাম সরদারপাড়া থেকে বিপ্লবের লাশ উদ্ধার করা হয়। বিপ্লব পেশায় ট্রাক চালক ছিলেন।
এলাকাবাসী জানান, ওই এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে এখলাছ উদ্দিন বিপ্লব ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ৮ বছর পূর্বে তিনি সান্তাহার এলাকার মোজাম্মেল হকের মেয়ে সাইমাকে বিয়ে করে। বুধবার (২ মে) ভোর রাতে নিজ ঘরেই তার অস্বাভাবিক মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই বাঁধন জানান, বিপ্লবের গলায় ফাঁসের দাগ ও দেহের বিভিন্ন স্থানে আঘাতের নমুনা রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে