মস্তিষ্ক পরিচালনা করে ব্যাকটেরিয়া!

0
235
Bactaria in Brain-Deshinfo
Bactaria in Brain-Deshinfo

দেশইনফো ডেস্ক: গবেষণা বলছে, মানুষের শরীরের অভ্যন্তরে যেসব ব্যাকটেরিয়া বা অণুজীবের বাস, মস্তিষ্ক পরিচালনায় সেসব অণুজীবের অদৃশ্য হাত রয়েছে।

বিজ্ঞান এখনও জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে- কীভাবে আমাদের ভেতরে এত কোটি কোটি অণুজীব বাস করছে এবং সেই সঙ্গে কীভাবে তারা শারীরিক অবস্থাকে প্রভাবিত করে।

তবে হতাশা, অটিজম এবং মস্তিষ্কের কোষ নিউরনকে বিকল করে দেয় এমন সব রোগের জন্য এ ধরনের জীবাণুর এক ধরনের যোগসূত্র কিন্তু মেলে।

গবেষকরা বলছেন, তারা এমন কিছু ব্যাকটেরিয়া সম্পর্কে জেনেছেন যেগুলো মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে। এগুলোকে তারা বলছেন ‘মুড মাইক্রোবস’ বা ‘সাইকোবায়োটিকস’।

জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের ওপর গবেষণা চালিয়েছেন। যে ইঁদুরগুলো কখনোই কোনো জীবাণুর সংস্পর্শে আসেনি। সেগুলোর ওপর গবেষণা করে দেখা গেছে, মানুষের ভেগাস স্নায়ু ‘তথ্য বহনকারী একটি সুপার হাইওয়ের মতো কাজ করে।

যোগসূত্র ঘটায় অন্ত্রের সঙ্গে মস্তিষ্কের। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্রিস্টিন টিলিশ মনে করেন, এ সম্ভাবনা নিয়ে অনেক বেশি গবেষণার প্রয়োজন।

যাতে করে অণুজীবের নিয়ন্ত্রণ সত্যিই মানসিক স্বাস্থ্যেরও এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here