আইপিএলে নতুন দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুন পারফর্ম করছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে তাঁর দল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। মাঝে কয়েকদিনের বিরতি পেয়েছিলেন সাকিব। বিরতি কাটাতে ৩০ এপ্রিল তিনি দেশে এসেছিলেন।
তিন দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার(৩ মে) দুপুরে আবার চলে গেছেন ভারতে। সাকিবের হঠাৎ দেশে আসার বেশ কিছু কারণ ছিল। ব্যক্তিগত কাজ তো ছিলই। কদিন আগে মামা হয়েছেন সাকিব।
এই ছুটিতে দেখে গেলেন সদ্য পৃথিবীতে আসা ভাগনিকে। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতকের নাম রাখা হয়েছে মারিয়া।