দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সারাদেশে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।
তিনি বলেন, ‘গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকা ব্যাতীত দেশের সব মহানগর এবং জেলা শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।’