লালমনিরহাট প্রতিনিধি: রোববার দুপুরে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটাহাট বাজারে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রুপালী ব্যাংকের ৫৬৪তম চামটাহাট শাখার উদ্ভোধন হয়েছে।
রুপালী ব্যাংকের রংপুর বিভাগীয় জেনারেল ম্যানেজার মজিবর রহমানের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ ও উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো:আতাউর রহমান প্রধান।সমাবেশে আরো উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:আব্দুল কাদের সহ জেলার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিগন।