গোপালগঞ্জ প্রতিনিধি :এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে গোপালগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে এতিহ্যবাহী এস এম মডেল গভঃ হাই স্কুল। পাশের হার শতকরা ৯৮.৬ ভাগ।
এ বছর স্কুলটি থেকে ২১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। স্কুলটি থেকে বিজ্ঞান বিভাগে ১৫৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৫৩ জন পাশ করেছে। এর মধ্যে ৭৩ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষায় ২৫ জনের মধ্যে ২৪ জন এবং মানবিক বিভাগে ৩৪ জনের মধ্যে ৩৪ জনই পাশ করেছে।
এছাড়া শহরের বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৩৭ জন পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেযেছে ৭৬ জন। পাশের হার শতকরা ৯৬.৭৩ ভাগ।
স্কুলটি থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১২২ জন অংশ নিয়ে ১২১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। মানবিক বিভাগ থেকে ৮৯ জনের মধ্যে ৮২ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। ব্যবসায় শিক্ষায় ৩৪ জনের মধ্যে ৩৪ জন পাশ করেছে। জিপিএ-৫ পেযেছে ৫ জন।