৭. যারা ভালো তাদের সঙ্গে ভালো আচরণ কর এবং যারা ভালো নয় তাদের সঙ্গেও ভালো আচরণ কর। এভাবেই ভালোত্ব অর্জিত হয়। যারা সৎ তাদের সঙ্গে সদাচরণ কর, যারা সৎ নয় তাদের সঙ্গেও সদাচরণ কর। এভাবেই অর্জিত হয় সততা।
৮. আমার শেখানোর আছে শুধু তিনটে জিনিস – সরলতা, ধৈর্য, সহমর্মিতা। এ তিনটেই তোমার শ্রেষ্ঠ সম্পদ।
৯. ভালো যাত্রীর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, আর নেই কোথাও পৌঁছার তাড়াও।
১০. মৌনতা এক মহান শক্তির উৎস।
১১. বাস কর মাটির কাছাকাছি। চিন্তা কর সহজ-সরল। দ্বন্দ্বে থাকো উদার ও ন্যায়পরায়ণ। শাসনে নিয়ন্ত্রণের চেষ্টা কোরো না। কাজ করো যেটা তুমি উপভোগ কর। পারিবারিক জীবনে হও সম্পূর্ণ হাজির।
১২. আত্মার সঙ্গীত ব্রহ্মাণ্ড শোনে।
১৩. অন্যকে জানার নাম জ্ঞান, নিজেকে জানার নাম আলোকপ্রাপ্তি।