আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কে উপজেলার ধোপাভিটা এলাকায় এক দুর্ঘটনায় বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ বাসযাত্রী।
নিহত ইয়াছিন (২৮) উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে।আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, লোকাল বাসটি মুকসুদপুরের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল আরোহী আসছিলেন বিপরীত দিক থেকে। পথে মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। বাসটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইয়াসিন মারা যান।