এতকিছুর পর এশিয়া কাপের আঁটসাঁটো সূচির কারণে বিপাকে পড়তে যাচ্ছে মাশরাফিরা। আফগানিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ এবং আফগানিস্তানের। আগামী ২০ সেপ্টেম্বর দু’দলের ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতা।
তবে ওই ম্যাচের পরের দিনই (২১ সেপ্টেম্বর) আবার মাঠে নামতে হবে টাইগারদের। তাও ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে। ঠিক একই পরিস্থিতি মোকাবেলা করতে হবে আফগানদেরও। এমনিতেই আরব আমিরাতের গরমে খেলোয়াড়দের নাভিশ্বাস উঠছে তারওপর এমন সূচি!
মূলত, ২১ সেপ্টেম্বর সুপার ফোরের চার দলকেই মাঠে নামতে হচ্ছে। সূচি প্রকাশের পরপরই এটি নিয়ে আপত্তি জানিয়েছিল ভারত। কারণ, তাদের সমস্যাটা আরো বড়। কারণ, কাল (১৮ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর আজ (১৯ সেপ্টেম্বর) ফের মাঠে নামতে হবে রোহিত শর্মাদের। তাও, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে বাংলাদেশকে। দলের একাধিক সিনিয়র ক্রিকেটার ইনজুরি নিয়েই খেলতে গেছেন আমিরাতে। মড়ার ওপর খাড়া ঘা হয়ে আসলো তামিম ইকবালের ইনজুরি। ভাঙা হাত নিয়ে এখন টিভির সামনে বসেই খেলা দেখতে হবে দেশসেরা ওপেনারের। মুশফিক-সাকিবরা শুধু মাঠের লড়াই নয়, প্রতিনিয়ত নিজেদের শরীরের সঙ্গে লড়ে যাচ্ছেন।