রাজধানী‌তে যুবদল উত্ত‌রের বি‌ক্ষোভ মি‌ছিল

0
306

‌স্টাফ করেসপন্ডেন্ট: ‌বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও সু‌চি‌কিৎসার দা‌বি‌তে প্র‌তিবাদ সমা‌বেশ কর‌তে না দেওয়ার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।

সকাল ১০ টায় মগবাজার থে‌কে শুরু ক‌রে হা‌তির‌ঝিল গি‌য়ে মি‌ছিল শেষ ক‌রে। প‌রে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ যুবদ‌লের নেতৃবৃন্দ বক্তব্য রা‌খেন।

এসময় যুবদ‌ল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন ব‌লেন, বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদ‌া জিয়াকে মিথ্যা মামলায় সাজ‌া দি‌য়ে অন্যায় ভাবে কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে।বিএন‌পি ও বেগম খা‌লেদা জিয়াকে নি‌য়ে সরকা‌রের নীল নকশা সফল হ‌বে না। যুবদ‌লের নেতাকর্মীরা গণআ‌ন্দোল‌নের মাধ্য‌মেই বেগম খালেদা জিয়াকে মুক্ত ক‌রে আন‌বে।

বি‌ক্ষে‌াভ মি‌ছিলে যুবদল উত্ত‌রের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টন বিএন‌পি চেয়ারপ‌ারসন ও যুবদ‌লের সাধারণ সম্পাদক সুলতান সালাহউ‌দ্দিন টুকুর মু‌ক্তি দা‌বি করেন।

‌বি‌ক্ষোভ মি‌ছি‌লে উপ‌স্থিত ছি‌লেন, যুবদ‌েরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসল‌মাম নয়ন, যুবদল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টন, সি‌নিয়র সহ সভাপ‌তি মোস্তাফা কামাল রিয়াদসহ বি‌ভিন্ন থানা ও ওয়া‌র্ডের যুবদ‌লের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here