স্টাফ করেসপন্ডেন্ট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও তার সুচিকৎসার দাবিতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে ফের বিক্ষোভ মিছিল করেছে দলটি।
শুক্রবার (৩ আগস্ট)সকাল পৌনে ৮ টার দিকে রাজধানীর ধানমন্ডির শংকর থেকে শুরু করে ধানমন্ডি ২৭ গিয়ে শেষ হয়।এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ-দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য এর আগে বেশ কয়েকবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও তার সুচিকৎসার দাবিতে বিক্ষোভ করেন রিজভী।