দুই দফা সময় বাড়লেও চালু হয়নি এমএনপি সেবা

0
210

দুই দফা সময় বাড়ানোর পরও চালু হয়নি নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবা। টেলিটক ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে সময়মতো কাজ শেষ করতে না পারায় আটকে আছে। এ সেবা চালু করতে সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে বিটিআরসি।

মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে যে কোনো অপারেটর বদলানোর সুবিধাই-এমএনপি সেবা। ৩০ টাকা দিয়ে গ্রাহক ৭২ ঘণ্টার মধ্যে তিন মাস কিংবা স্থায়ীভাবে অপারেটর বদলাতে পারবে গ্রাহক।

২০১৩ সালে এমএনপি চালুর উদ্যোগ নেয় বিটিআরসি। অপারেটরদের অনীহার কারণে তা আলোর মুখ দেখেনি। সর্বশেষ ৩১ মে চালুর কথা থাকলেও দুই দফা সময় বাড়ায় বিটিআরসি। কিন্তু তার পরও চালু করা সম্ভব হয়নি।

এরই মধ্যে এমএনপি চালুর জন্য ৫০ পয়সা একক কলরেট চালু করেছে বিটিআরসি। বাকী কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছেন টেলিযোগাযোগ মন্ত্রী।

প্রতিবেশি ভারত-পাকিস্তানসহ বিশ্বের প্রায় ৭৫টি দেশে এমএনপি সুবিধা আছে। এ সেবা চালু হলে অপারেটরগুলো গ্রাহক সেবার মান বাড়াতে বাধ্য হবে বলে মনে করছে বিটিআরসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here