এখন থেকে ফেসবুকে যেভাবে টাকা আয় করবেন

0
533

বর্তমান সময়ে সময় নষ্ট করার জনপ্রিয় মাধ্যমের নাম ফেসবুক। তবে একটু বুদ্ধি খাটালেই এই ফেসবুক থেকে আয় করা যায় টাকা। প্রিয় পাঠক, আসুন দেখে নিই বুদ্ধি খাটিয়ে কাল্পনিক ভাবে কীভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়।

১.বাংলাদেশ আগে কৃষিপ্রধান দেশ ছিল। এখন রাজনৈতিকপ্রধান দেশ। আমাদের দেশে এখন ছোট বড় অনেক রাজনৈতিক দল আছে। তো এঁদের পক্ষে লিখলে মাঝেমধ্যে টাকা পয়সা পেতেও পারেন।

২.ফেসবুকে আজকাল অনেকেই অন্যের লেখা নিজের নামে মেরে দেয় এঁদের খুঁজে বের করে বলবেন,সবার সামনে আপনার মুখোশ খুলে দেব। দেখবেন অটোমেটিক আপনাকে নাস্তার পয়সা দেবে।

৩.অনেকে ফেসবুকে সেলিব্রিটি হতে চায়। কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইক কমেন্টস পায় না।আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে লাইকের বিনিময়ে সম্মানী নিতে পারেন। যেহেতু আপনি প্রফেশনাল ফেসবুকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here