রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

0
19

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক। স্পেনের ফুটবলে এই দুই দলের লড়াইকে মহারণ বলা হয়। গতকাল (শনিবার) হয়ে গেল তাদের ফুটবল যুদ্ধ। যেখানে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। কদিন আগে লা লিগায় রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার তাদের মেয়েরা সেই হারের শোধ নিলো।

এস্তাদিও অলিম্পিক লুইস কম্পানিসে প্রথমার্ধে জোড়া গোল করেন এভা পাহোর। হাঁটুর ইনজুরি থেকে কদিন আগে ফিরেছেন তিনি। পরে সিডনি শার্তেনলেইব ও আইতানা বোনমাতি গোল করে লিগা এফ প্রতিদ্বন্দ্বীর ওপর দাপট ধরে রাখেন।

মাদ্রিদের পারফরম্যান্স কেমন ছিল, তা এই স্কোরলাইনে বোঝা যাবে না। প্রথমার্ধে তারা দুইবার গোল করলেও অফসাইডের বাঁশি হতাশায় ডোবায়। পরে তাদের একটি পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলের সম্ভাবনা জাগলেও বার্সা কিপার কাতা কোল ঠেকিয়ে দেন ওয়েয়ারের চেষ্টা।

নারীদের সুপার লিগে রিয়াল পরের ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে। বার্সা মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here