হিন্দু হয়ে কি ভুল করলেন লিটন দাস.?

0
4068

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার লিটন কুমার দাস তার ফেসবুক ভেরিফাইড পেইজে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা দিয়ে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে এতো বাজে মন্তব্য যে
এমতবস্থায় লিটন দাস তার পোস্ট করা ছবিটি ফেসবুক থেকে মুছে দিতে বাধ্য হোন। পরবর্তীতে  তিনি কতটা দুঃখপ্রাপ্ত হয়েছেন এবং তার কাছে কতটা খারাপ লেগেছে ঘটনাটি তা উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।

তিনি লিখেন – আমার প্রথম পরিচয় আমি একজন বাংলাদেশি, ধর্ম আমাদের পৃথক করতে পারবে।

ছবিটি পাবলিশ করার পর থেকে তাকে উদ্দেশ্য করে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো অসংখ্য মেসেজ এবং কমেন্টে তাকে জর্জরিত করা হয়েছে।

মো.মিথুন নামে একজন ফেসবুক ব্যবহারকারী তাকে এই ছবির নিচে লিখেছেন- ‘আমি তোমাকে মানা করেছিলাম এমন ছবি প্রকাশ করতে।’

আরেকজন এই ছবিটি সরাতে বলে তাকে বলেছেন, বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলাম এমন পৌত্তলিকতা সমর্থন করে না।

তবে এখানে এও বলে রাখা ভালো তার অনেক ভক্তরাই এসব নেতিবাচক সাম্প্রদায়িক কমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন।

তবে লিটন দাস আলোচ্য সরানোর পরে যেসব পোস্ট করেছেন সেগুলোতেও এমন নেতিবাচক কমেন্টের উন্মত্ততা লক্ষ্য করা গেছে।

নাহিন হাসান লিখেছেন, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে উৎসব পালন করি। কিছু খারাপ মানুষ আমাদেরকে আলাদা করতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here