বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসক না রেখে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তাতে আমরা হতাশ হয়েছি। এ বোর্ডের পরামর্শে খালেদা জিয়ার সুচিকিৎসা হবে না।
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসক না রাখায় হতাশা প্রকাশ করেছি,
তিনি বলেন,
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসক দল রাখবেন বোর্ডে। কিন্তু তাদের রাখা হয়নি।’ তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছিলাম, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলকে দিয়ে মেডিকেল বোর্ড গঠন করতে। তিনিও আমাদের যে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেটি করা হয়নি।’
আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।







