‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস এবার একাই খেল দেখিয়ে ফেললেন। প্রভাসের কেরামতিতে দুমড়ে-মুচড়ে গেল ৩৭টি ট্রাক ও ৫টি গাড়ি। তবে সবই সিনেমার কারসাজি।
দুবাইতে এখন পুরোদমে শুটিং চলছে প্রভাসের নতুন ছবি ‘সাহো’র। পরিচালক সুজিথ বিশেষ করে ছবির পারফেকশনের দিকটায় জোর দিচ্ছেন। যেহেতু প্রভাস এই সিনেমায় আছে সেহেতু, সিনেমাটির অ্যাকশন সিক্যুয়েন্স যে কী হতে চলেছে তা সহজেই আন্দাজ করা যায়। ছোট্ট একটা অ্যাকশন দৃশ্য থেকেই ৩৭ টি ট্রাক আর ৫ টি ট্রাক ক্র্যাশ করানো হয়েছে। আবুধাবিতে শুট হয়েছে সেই দৃশ্যের।
সম্প্রতি একটি শো’য়ে প্রভাস জানিয়েছেন যে, ‘সাহো’র ৯০ শতাংশ দৃশ্য আসল। তার মানে কম্পিউটার গ্রাফিক্সের কারসাজি এই ছবিতে তেমন ভাবে দেখতে পাবেন না দর্শক। ছবিতে এমন কিছু চমকও রয়েছে যা আগে কখনও দর্শক দেখেননি বলেও জানিয়েছেন প্রভাস।