Home রাজনীতি কোটালীপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিনশ গ্রাম গাঁজাসহ আজাদ শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলার মদনপাড়া গ্রাম থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আজাদ শেখ কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া গ্রামের মতলেব শেখের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার মদনপাড়া গ্রামে অভিযান চালায়।
এসময় ওই গ্রামের জনৈক রব্বান শাহের বাড়ির পশ্চিম পাশের পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আজাদ শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিনশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসাযীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।