বিছুটি পাতার ওষুধি গুনাবলী

0
492

গোবিন্দ শীল: বিছুটি পাতা বা চুৎরা পাতা, nettle tea or urtica dioica একটি অত্যন্ত শক্তিশালী ভেষজ। এর পাতা শরীরে লাগলে চুলকায় কারণ এতে আছে histamine, serotonin এবং এসিটোসাইলকোনাইন। এই পাতা চা হিসেবে খাওয়া য়ায়। শিকড় prostrate cancer চিকিৎসায় খুবই কার্যকারী। Nettle tea শরীরে অন্তত ২৫ টি উপকার করে। কয়েকটির কথা আমি উল্লেখ করছি।

1. শ্বাসকষ্ট বা asthma কমায়,
2. Urine generate করে,
3. Kidney কে শক্তিশালী করে,
4. পেটের ঘা বা acidity দূর করে,
5. Brain এর neurotransmitter কে শক্তিশালী করে,
6. Memory recover করে,
7. Stimulant হিসেবে কাজ করে,
8. Arthritis, joint pain দূর করে,
9. শরীর থেকে uric acid কমায়,
10. হজমে সহায়তা করে,
10. Diabetes কমায়,
11. Antiinflammatory property আছে এবং
12. Immune system boost করে।

এটি eczema ও অন্যান্য চর্মরোগের মহৌষধ বলা যায়। এক কাপ পানির জন্য 4/5 টি পাতাই যথেষ্ঠ। Mild উপকারের জন্য এক কাপ চা পান করলেই হবে। পাঁচ মিনিট পাতা সিদ্ধ করতে হবে। বিকেলে বা সন্ধায় পান না করাই ভাল, কারণ এতে অনেক potassium আছে যা ঘুমের ব্যঘাত ঘটাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here