সোশ্যাল মিডিয়ায় কিম কার্দেশিয়ানের জুড়ি মেলা ভার। কখনও তিনি বিকিনি, তো কখনও অঙ্গে কিছুই নেই।
নিজের নগ্ন ছবি প্রকাশ করে বরাবরই আলোচিত ছিলেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। অর্ধনগ্ন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন তিনি। তবে এবার উন্মুক্ত বক্ষ প্রদর্শন করেছেন এই তারকা।
নিজের নগ্ন ছবি প্রকাশ করে বরাবরই আলোচিত ছিলেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। অর্ধনগ্ন ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন তিনি। তবে এবার উন্মুক্ত বক্ষ প্রদর্শন করেছেন এই তারকা
এরই মধ্যে আবার নুডলসে বক্ষ ঢেকে ছবি পোস্ট করে ফেলেছেন তিনি। উর্দ্ধাঙ্গে আর কিছু নেই। স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে সেই ছবিতে।
রামেন ইমোজি দিয়ে “nudels” ক্যাপশন লিখে ছবিটি পোস্ট করেছেন তিনি। বক্ষ ঢাকতে নুডলসের বাটি ধরেছেন সামনে। আর এক হাত কায়দা করে রেখেছেন কিম। ছবিটি তুলেছেন মারকাস হাইড।
দুই সন্তান নিয়ে ভালোই চলছিল সংসার। কিন্তু হঠাৎই তাদের সংসারে বাজছে ভাঙনের সুর।
ছেলেমেয়েকে নিয়ে কিম কার্দেশিয়ান এখন মায়ের সঙ্গে থাকছেন। তার স্বামী কেনে শারিরীকভাবে অসুস্থ। সুস্থ হলেই বিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় শুরু করবেন তিনি।