
৩ অক্টোবর পাটুরিয়া–দৌলতদিয়া নৌ-পথে ডুবো চরে ফেরি অটকে পড়েছে। ফলে এ নৌপথে স্বাভাবিক ফেরি চলাচলে ভীষন অসুবিধা হচ্ছে।
জানা গেছে, বুধবার সকাল ৭টায় রো-রো ফিরি এনায়েতপুরি পাটুরিয়া ৪নং ঘাট থেকে ছেড়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্য রওয়ানা দেয়। ফেরিটি কিছু দুর যাওয়ার পর ডুবে চরে অাটকে পড়ে। এসময় ফিরিটিতে ৮টি যাত্রীবাহি কোচসহ ২৪/২৫টি যানবাহন রয়েছে। এতে এসব পরিবহনের যাত্রীদের দুর্ভোগ পেহাতে হচ্ছে।