ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে দৈনিক আমার সংবাদ পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: শাহ আলমের বাড়ির ৩টি দরজা ভেঙ্গে একটি ডিসকভারী ১৩৫ সিসি মটরসাইকেল চুরি করেছে চোরের দল। বৃহষ্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মটরসাইকেলটি তার ভাই মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ইমরান হোসেন ব্যবহার করতো। সাংবাদিক শাহ আলম জানান, রাতে চোররের দল তাদের বাড়ির ছাদে উঠে প্রথমে দরজার তালা ভাঙ্গে। এর পর ঘরের কেইচি গেট এবং মেইন গেটের তালা ভেঙ্গে মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। তিনি জানান, গত এক মাসে কালীগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি মটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও পুলিশ চোরদলকে আটক করতে পারেনি। এ ঘটনায় কালীগঞ্জ থানায় এটি অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।