নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাঁতার প্রতিযোগিতা

0
226

নাটোরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিভিন্ন ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সম্মুখস্থ লেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুর্দ্ধ ১২, ১৪ ও ১৬ বছর এবং সকল বয়সের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় মোট ২০ টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সংগঠনের যুগ্ম সম্পাদক পৌরসভার কাউন্সিলর ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here