গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্স বর্ধন শ্রিংলা
রোববার সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।
এ সময় তার সাথে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি একে ফায়জুল হক, সাধারন সম্পাদক ফরিদ খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী স্থল ঘুরে দেখেন।