
‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপিত হলো জাতীয় কন্যা শিশু ও বাল্যবিবাহ নিরোধ দিবস।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমীর উদ্যোগে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধ চলাকালীন আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী রেবেকা সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস, পৌর কাউন্সিলর শাম্মিম আজিজ, রেড ক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের সেক্রেটারী গোলাম হক্কানী প্রমুখ।