বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে আমীর খসরু জানান, দুই দেশের ব্যবসা-বানিজ্যসহ দ্বি-পাক্ষিক বিষয়াদি এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।