মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। ৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাই হাসপাতালের কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। যদিও সন্তানের ছবি এখনও প্রকাশ্যে আনেননি তিনি। সন্তান সম্পর্কে তেমন কোনও তথ্যও প্রকাশ্যে আনেননি।
দীপিকাকেও শেষ দেখা গিয়েছে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়। অবশেষে অভিনেত্রীর মা উজ্জ্বলা পাড়ুকোন ও অনিশা পাড়ুকোন দীপিকার সন্তানকে নিয়ে কথা বললেন।
শনিবার রাতে মুম্বাইয়ের এক রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন দীপিকার মা ও বোন। রেস্তরাঁ থেকে বেরোনোর সময় সাংলাদিকদের মুখোমুখি হন তারা। দীপিকা ও তাঁর সন্তান কেমন রয়েছেন? উজ্জ্বলা ও অনিশার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তারা। সেই প্রশ্নের উত্তরে তাঁরা জানান, ভাল আছে সদ্যোজাত সন্তান ও তার মা।
মেয়ে হওয়ার পর থেকে বেশ কয়েকটি রিল ভাগ করেছেন দীপিকা সমাজমাধ্যমে। সবই মাতৃত্বকাল নিয়ে মজার রিল। সন্তান জন্ম দেওয়ার পর থেকে তার নাকি একটিই কাজ- ‘খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম’। অর্থাৎ বোঝাই যাচ্ছে, সন্তানের খাওয়া, ঘুমোনো এই সব নিয়েই সময় কাটছে দীপিকার।