জুলাই পদযাত্রা: উত্তরবঙ্গ সফরে এনসিপি’র গাড়ী বহরে অস্ত্র?

0
29

দেশ জুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। ৪ জুলাই থেকে এ পদযাত্রা শুরু করে এনসিপি। পদযাত্রা বললেও নেতারা এই পদযাত্রায় ব্যবহার করছেন ১৮টি ব্রান্ড নিউ NOAH মিনিভ্যান।

অভিযোগ উঠেছে, এই ১৮ টি ব্রান্ড নিউ NOAH মিনিভ্যানে অস্ত্র নিয়ে সারাদেশ ঘুরছেন এনসিপি নেতারা। পদযাত্রায় যে কোন বাঁধা প্রতিহিত করতে তারা সাথে অস্ত্র নিয়ে ঘুরছেন বলে অনেকেই অভিযোগ করছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভীড়ের মধ্যে পাশাপাশি হাটার সময় এনসিপির পথযাত্রার এক সঙ্গির কোমরে গোজা পিস্তল দেখতে পান। কেউ কেউ মনে করছেন, এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অস্ত্র পৌঁছানো হচ্ছে! নির্বাচনের আগে আগেই আওয়ামী লীগকে ঠেকাতে ‘জাকার্তা মেথড’ পুনর্দমে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এনসিপির নেতারা। বিষয়টি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর গোচরীভূত করার প্রয়োজন অনুভব করছেন স্থানীয়রা।

উল্লেখ থাকে যে, ১৯৬৫-৬৬ সালের ইন্দোনেশিয়ার গণহত্যাকে “জাকার্তা মেথড” বলা হয়। যেখানে প্রায় ১০ লাখ বামপন্থী এবং কমিউনিস্টকে নির্মমভাবে হত্যা করা হয়। এই গণহত্যা মূলত সুকার্নোর শাসনের পতন এবং সামরিক শাসন প্রতিষ্ঠার পটভূমিতে সংঘটিত হয়, যার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র (CIA) সক্রিয় ভূমিকা ছিল। এই ঘটনাটি ‘জাকার্তা মেথড’ নামে পরিচিত, কারণ ইন্দোনেশিয়ায় বামপন্থীদের নির্মূল করার পদ্ধতি পরবর্তী সময়ে অন্যান্য দেশে প্রয়োগ করা হয়েছিল, যেমন লাতিন আমেরিকার দেশগুলোতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here