সাংবাদিকের চরিত্রে ‘অনুসন্ধান’ চালাবেন শুভশ্রী

0
9

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পুরোদস্তুর বাণিজ্যিক ছবির গণ্ডি পেরিয়ে তিনি এখন অন্য ধারার গল্প ও চরিত্রে মনোনিবেশ করেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবারই দর্শকদের মন জয় করেছেন তিনি।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর হাত ধরে ওটিটি দুনিয়ায় শুভশ্রীর হাতেখড়ি হয়েছিল। সেই সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। ফের একবার তাকে দর্শক নতুন ভূমিকায় দেখবেন ওয়েব সিরিজে, যার নাম ‘অনুসন্ধান’।

অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির মুক্তির তারিখ। আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে শুভশ্রী অভিনীত এই নতুন সিরিজ।

সিরিজের গল্প আবর্তিত হয়েছে জেলের মহিলা বন্দিদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনার কিনারা নিয়ে। শুভশ্রী অভিনীত চরিত্রটি প্রধানত এমন এক রহস্যের উদঘাটন করবে, যেখানে কোনও পুরুষের উপস্থিতি না থাকা সত্ত্বেও জেলের মহিলা বন্দিরা কীভাবে গর্ভবতী হয়ে পড়ছেন। এই কঠিন ও স্পর্শকাতর রহস্যের জট খুলতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে তাকে।

শুভশ্রী ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই সিরিজের হাত ধরে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here