যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুরস্কের জোট গঠনের আহ্বান

0
457

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করতে দেশটির বিরুদ্ধে জোট গড়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের হাত থেকে নিজেদের অর্থনীতিকে সুরক্ষা দিতে এমন একটি জোট গঠনই সবচেয়ে ভাল উপায় বলে মন্তব্য করেছেন তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক।

তুরস্কের অর্থমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপকে অন্য দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করার কাজে ব্যবহার করছেন। এ অবস্থায় নিজেদের স্বার্থে শক্তিশালী দেশগুলোর একতরফা অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রতিরোধ করার ক্ষেত্রে সহযোগিতা করা জরুরি। এজন্য সেরা উপায় হচ্ছে মার্কিন-বিরোধী জোট গঠন করা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে এবং তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক শস্তিমূলক ববস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর তুরস্কও পাল্টা পদক্ষেপ নিয়েছে।

বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ নিয়ে তুর্কি মন্ত্রীর লেখা নিবন্ধ প্রকাশ করেছে ফরেন পলিসি ম্যাগাজিন।

প্রবন্ধে তিনি বলেছেন, এখন তুরস্কের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে অন্য দেশগুলো একটা অভিন্ন কৌশল নিতে পারে যা ভবিষ্যত কৃত্রিম সংকট মোকাবেলায় কাজে লাগবে।

বেরাত আলবায়রাক তার প্রবন্ধের শিরোনাম দিয়েছে, বিশ্ব অর্থনীতি পরিচালনার জন্য আমেরিকাকে বিশ্বাস করা যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here