মাত্র ১ টাকায় মিলবে স্মার্ট এন্ড্রয়েড ফোন

0
440

অবাক হচ্ছেন? না অবাক হবার কিছুই নেই, ভারতে এক টাকায় স্মার্ট ফোন দিচ্ছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘অনর’। ভাগ্যবান কয়েকজন গ্রাহকই মাত্র ১ টাকায় এ মোবাইলটি পাবেন। ফোনের জন্য ১ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

তবে, ওই স্মার্ট ফোনটির দাম ১২ হাজার টাকা। অনরের এই অফার শুধুমাত্র ভারতের বাজারে কার্যকর হবে।

চলতি মাসের ১১ তারিখ রাত ১১টায় ৪৫ মিনিট থেকে এ অফার শুরু হবে। অনরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রি করবেন তাদের সবাই এই অফারে স্মার্টফোন পাবেন না। শুধুমাত্র ভাগ্যবানদের জন্যই এ অফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here