অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হলো বিরাট কোহলিকে

0
308

অধিনায়কত্ব হারালেন বিরাট কোহলি। তবে,ভারতীয় দলের নয়। তিনি আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে অব্যহতি দিয়েছেন।

২০১৩ থেকে দলকে ছয় আসরে নেতৃত্ব দেন তিনি। ২০১৩ সালে ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব পান কোহলি। কিন্তু কোন আসরেই ব্যাঙ্গালুরুকে শিরোপা এনে দিতে পারেননি কোহলি। যে কারণে আইপিএলের ১২তম আসরের আগে কোহলিকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিল ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ।

কিছুদিন আগে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকেও দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ব্যাঙ্গালুরু। ২০১৩ সালে কোহলির সাথেই জুটি বেঁধেছিলেন ভেট্টোরি। কিন্তু গেল ছয় বছরে দলকে বড় কোন সাফল্য এনে দিতে পারেননি কোহলি-ভেট্টোরি জুটি। তাই আগামী আসরের জন্য নতুনভাবে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ।

বিরাট কোহলির পরিবর্তে আইপিএলের পরবর্তী আসরে দলকে নেতৃত্ব দিবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here