“বাবা-মা ও ছেলের বন্ধন আমৃত্যু”

0
453

স্টাফ রিপোর্টার→হামিম হোসেন
এইতো মাত্র কিছুদিন আগের কথা।মায়ের কোল জুড়ে ও বাবার মুখে হাসি ফুটিয়ে পৃথিবীর বুকে জন্ম হয় ছোট্ট এক নক্ষত্রের,নাম “ফকির মোহাম্মদ আবু হুরায়রা সারাফ

বাবা এফ.এম. শরিফুল ইসলাম” ও মাতা “নাজমুন নাহার নাজু“। একদিকে তারা যেমন শিক্ষিত নাগরিক,অন্যদিকে তারা শিক্ষিত করে চলেছে দেশের হাজারো আগামী পথপ্রদর্শকদের।

নতুন সদস্য আগমনের ফলে যেকোনো পরিবারের স্বাভাবিক রুটিনের বেশ পরিবর্তন ঘটে।এই পরিবারের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয়।সপরিবারে থাকা,একত্রে ঘুরতে যাওয়া বর্তমানে এসব যেনো তাদের নিত্য দিনের কাজ।

বয়স বাড়ার সাথে সাথে “সারাফ” যেনো এগিয়ে চলেছে টেকনোলজির চেয়ে দ্রুত গতিতে।কম্পিউটার,মোবাইল সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস যেনো তার খুব বেশি প্রিয়।

তাদের কিছু ব্যক্তিগত ছবি থেকে দেখা যায়,এই বয়স থেকেই ছোট্ট ছেলেটি ধর্মের প্রতি খুব বেশি অনুরাগী।

এই ছোট্ট নক্ষত্রটি একদিন সবার চোখের সামনে জ্বলজ্বল করবে এই প্রত্যাশা করে তার সকল আত্মীয়,পরিচিত-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য বাবা “এফ.এম. শরিফুল ইসলাম” হলেন সাবেক ‘সভাপতি‘ বৃহত্তর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং মাতা “নাজমুন নাহার নাজু” পেশায় একজন “শিক্ষিকা“।

তাদের বিস্তারিত নিয়ে না হয় আরেকদিন কথা বলা যাবে।
সবায় ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

স্টাফ রিপোর্টার→হামিম হোসেন
যাত্রাবাড়ী,ঢাকা,বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here