ফেভারিট তকমা নিয়ে মাঠে নামছে হায়দরাবাদ

0
244

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মিদের ঘরের মাঠ হায়দ্রাবাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আট ম্যাচের ছয়টিতেই জয় নিয়ে এখন টেবিলের প্রথম স্থানে রয়েছে হায়দরাবাদ।এবারের আসরে সবচেয়ে দুর্দান্ত বোলিং আক্রমণ হায়দ্রাবাদের। শেষ তিন ম্যাচে তারা যথাক্রমে ১৫১, ১৩২ ও ১১৮ রান করেও ম্যাচ জিতেছে। প্লে-অফ নিশ্চিত করতে বাকি ছয় ম্যাচের তিনটি জয় পেতে হবে তাদের।

এবারের আসরে বল হাতে ৮ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং গড় ৭.২১। আবার ব্যাট হাতে আহামরি কিছু করতে না পারলেও গুরুত্বপূর্ণ  সময়ে দলের হয়ে রান বের করেছেন। সাত ইনিংসে ব্যাট হাতে ১১৯ স্ট্রাইকরেটে ১২৩ রান সংগ্রহ করেছেন।

অন্যদিকে পয়েন্ট টেবিলে সংকটাময় অবস্থানে রয়েছে দিল্লি। ৯ ম্যাচে জয় মাত্র তিনটিতে। প্লে-অফ খেলতে বাকি ম্যাচ গুলোতে জয়ের বিকল্প নেই দিল্লির সামনে। তবে শেষ ৩ ম্যাচের ২টিতেই জিতেছে দিল্লি। এটা দিল্লির জন্য ভালো কিছুর সূচনা হতে পারে।

এবারের আসরে দিল্লি ও হায়দরাবাদের পারফরম্যান্সের বিচারে নিশ্চিতভাবেই আজকের ম্যাচেই ফেভারিট হায়দরাবাদ। তবে দিল্লি দলের নতুন অধিনায়ক পান্তের অধিনায়কত্বে শেষ তিন ম্যাচের  দুইটিতে জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। তাই বলাই আজ রাতে এক জমজমাটে খেলাই উপভোগ করবেন ক্রিকেট ভক্তরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here