তোমায় পেয়ে আমরা আনন্দে আত্মহারা : অমিতাভ

0
7

কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তার নাতনি আরাধ্যা বচ্চনের জন্মদিনে তার জন্য হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা দিয়েছেন। নাতনিকে নিয়ে আনন্দের মাঝেও তিনি সাম্প্রতিক সময়ে হারিয়ে যাওয়া বন্ধুদেরও গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।

আরাধ্যার জন্মদিনে নিজের ব্লগে একটি আবেগঘন পোস্ট করেছেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘ছোট্ট আরাধ্যার জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমাদের সকলের ভিতরের শিশুটি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে, আর ঠিক সে কারণেই তোমায় পেয়ে আমরা আনন্দে আত্মহারা।’

জন্মদিনের খুশির মাঝেই সিনিয়র বচ্চন তার পোস্টে কিছুটা বিষাদের সুরও ফুটিয়ে তুলেছেন। তিনি স্মরণ করেছেন প্রয়াত বন্ধুদের। অমিতাভ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে একের পর এক হারানোর যন্ত্রণা অপরিসীম। যা ঘটেছে তাতে আমি ভীষণই যন্ত্রণায় রয়েছি। কিন্তু জীবন তো আর থেমে থাকবে না। এটাই অবশ্য জীবনের নিয়ম।’

তার কথায়, ‘আমরা বেঁচে থাকি, অভিজ্ঞতা অর্জন করি এবং জীবনের নানা বাধা অতিক্রম করি। এটাই আমার বিশ্বাস।’

সম্প্রতি অভিনেত্রী কামিনী কৌশলের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছেন অমিতাভ। কামিনী কেবল তার সহ-অভিনেত্রীই ছিলেন না, বরং ছিলেন দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। এই দুই গুণী শিল্পী একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজও করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here