মধ্যরাতে সাংবাদিক মিজানুরকে নেওয়া হয় ডিবিতে, ফিরলেন সকালে

0
2

দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার মধ্যরাতে বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ১০ ঘণ্টা পর বুধবার সকাল ১০টার পরে রাজধানীর নতুন বাড্ডার বাসায় তাঁকে পৌঁছে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। মিজানুর রহমানকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

এদিকে মিজানুর রহমান সোহেলও বাসায় ফিরে আসার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।’

মিজানুর রহমান সোহেল দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের প্রেক্ষাপটে আগামী ১৬ ডিসেম্বর ‘মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তিনি এটির সঙ্গে যুক্ত। ডিবির কার্যালয়ের কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনের বিষয়ে তার সাথে কথা বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here