খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প

0
2
U.S. President Donald Trump meets with Saudi Deputy Crown Prince and Minister of Defense Mohammed bin Salman in the Oval Office of the White House in Washington, U.S., March 14, 2017. REUTERS/Kevin Lamarque - RTX30ZWC

সাংবাদিক জামাল খাশোগির ২০১৮ সালের হত্যাকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এ ঘটনার কিছুই জানতেন না।

হোয়াইট হাউজে সফররত যুবরাজের পাশে বসে ট্রাম্প বলেন, আপনি যার কথা বলছেন, সেই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন না। তবে পছন্দ করুন বা না করুন। ঘটনাটি ঘটেছে, কিন্তু মোহাম্মদ বিন সালমান এ সম্পর্কে কিছুই জানতেন না। এতটুকুই।

প্রিন্স মোহাম্মদ বলেন, খাশোগির মৃত্যুর কথা শুনে তার কাছে বিষয়টি বেদনাদায়ক ছিল। তিনি দাবি করেন, আমরা সঠিক তদন্তের সব ধাপ অনুসরণ করেছি। আমাদের ব্যবস্থাও উন্নত করেছি যেন এমন ঘটনা আর কখনও না ঘটে। এটি বেদনাদায়ক এবং ভয়াবহ একটি ভুল।

যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাকে লক্ষ্য করে ট্রাম্প বলেন প্রশ্নটি ছিল আমাদের অতিথিকে বিব্রত করার চেষ্টা। একই সঙ্গে তিনি যুবরাজের মানবাধিকার রেকর্ডের প্রশংসা করে বলেন, তিনি অসাধারণ কাজ করছেন—তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here